নৌকাডুবি by রবীন্দ্রনাথ ঠাকুর

In Stock

Quantity :

Price:   $ 16.8

কবি পরিচয়ে রবীন্দ্রনাথ সর্বজনবিদিত হলেও উপন্যাস রচনার কৃতিত্বে সমান উজ্জ্বল । বাংলা উপন্যাসের ধারায় তিনিই প্রথম মানুষের ব্যক্তিত্বকে নির্মাণ করেন প্রতিবেশ-প্রকৃতি, সমাজ ও মনস্তত্ত্বের  আলোকে । উপন্যাসের প্রকরণরীতি নিয়েও তাঁর নিরীক্ষা-পরিচর্যা ছিল অগ্রসর চিন্তার প্রকাশক। নৌকাডুবি রবীন্দ্রনাথের ঔপন্যাসিক-সত্তার গঠমান পর্যায়ের রচনা। এখানে ভিক্টোরীয় নভেলের যে ঘটনাপরম্পরাভিত্তিক গঠনশৈলী সেটারই অনুসরণ লক্ষ করা যায়। কাহিনীগুণে উপন্যাসটি চিত্তজয়ী ও মনোমুগ্ধকর, চরিত্র-পরিকল্পনায় লেখকের সমাজবুদ্ধিসম্পন্ন মন কাজ করেছে; কিন্তু উপন্যাসে জীবনের পরিণতি-নির্মাণে, চরিত্রদের মনোজগতের নিঃসঙ্গতা উন্মোচনে রবীন্দ্রনাথের মননশীল। রোম্যান্টিক হৃদয়ের প্রকাশ ঘটেছে। এখানেই নৌকাডুবির নান্দনিক আবেদন পাঠককে আকৃষ্ট করে, উপন্যাসটিকে শিল্পমানে উত্তীর্ণ করে। আর সে শিল্পমান রচনাটির গল্পরচনা ও ঘটনার-বর্ণনারীতিতে, চেতনস্তরের সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রকাশে, সংলাপবয়নের কুশলতায়, সর্বোপরি ঔপন্যাসিক রবীন্দ্রপ্রতিভার ‘আবেগসঞ্চারী গুণে’র উন্মোচনে । তিনি  নৌকাডুবি-তেই অর্জন করেন সেই শিল্প ক্ষমতা যা দিয়ে পরবর্তী উপন্যাসগুলিকে বিকশিত করে তুলবেন নিজের মননশক্তিতে—যা বাংলা উপন্যাসকে বিষয়ে ও প্রকরণে আধুনিকতায় উত্তীর্ণ করতে সমর্থ হবে । উপন্যাস যে ব্যক্তিমানুষেরই জীবনাখ্যান, তার চৈতন্য-মন ও কৃতির সংঘাতশীল অন্তর্বয়াননৌকাডুবি তার অন্যতম দৃষ্টান্তস্থল । একজন কবির উপন্যাস কীভাবে নিজের কাব্যসত্তাকে জীবনের সত্তাগঠনে সক্রিয়তা দিতে পারে তা-ও আবিষ্কার করা যাবে নৌকাডুবি-তে।

Name:নৌকাডুবি

Author:রবীন্দ্রনাথ ঠাকুর

Material: Paper

Size: 8.75 X 5.5


No review available yet.

'